ময়মনসিংহের ভালুকায় বাংলা কবিতায় হেমন্ত স্লোগানকে সামনে রেখে হেমন্তের কবিতা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব যৌথভাবে আয়োজন করে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। সঞ্চালনায় ছিলেন কবি সাংবাদিক আবুল বাশার শেখ ও আশয়ারী বিনতে আশরাফ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক কবি লায়ন এম. এ রশিদ এবং এডভোকেট একেএম আমান উল্লাহ বাদল। কবিতা উৎসবের সমাপনী বক্তব্য দেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।
উৎসবে আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক কবি জসীম উদ্দিন মুহাম্মদ, কবি তাছাদ্দুক হোসেন এবং কবি কাজী আলম ভূইয়া। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন শিক্ষক এমএ কাজল রানা ও কবি কাঙাল শাহীন।
কবিতা, আলোচনা আর সাহিত্যচর্চায় ভরপুর এই আয়োজনটি অংশগ্রহণকারীদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করেছে। তো
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর