মসজিদে গিয়ে আমরা নিয়মিত নামাজ পড়ি। তবে মসজিদ শুধু নামাজের স্থান নয়, মুসলিম সমাজের হৃদয়ভূমি।
মুসলিম সমাজের জন্য মসজিদ একটি ঈমানী দুর্গ, ইসলামী শিক্ষা, সামাজিকতা ও আত্মিক গঠনের কেন্দ্র। কিছু আলেম এমনও বলেন, যেসব এলাকায় মসজিদ নেই, সেখানে মুসলিম পরিবারের বসবাস করাও ঠিক নয়।
কিন্তু দুঃখজনকভাবে অনেক মসজিদে তরুণদের উপস্থিতি আশানুরূপ নয়। ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করতে হলে পরিবেশ, মনোভাব ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।
মসজিদকে তরুণবান্ধব করে তোলার ছয়টি পরামর্শ দেওয়া হলো নিচে—
১. মসজিদের সংস্কৃতি বদলাতে হবে
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা তওবা, আয়াত : ১৮)
আমাদের মসজিদগুলোতে তরুণ, শিশুদের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসৌজন্যমূলক পরিবেশ দেখা যায় মাঝে মাঝে। অনেকে শিশুদের প্রবেশ করতে নিষেধ করেন। কেউবা তরুণদের পোশাক নিয়ে কথা বলেন, এতে করে শিশু ও তরুণরা মসজিদে প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলেন।
মসজিদে এমন কিছু যেন না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক বা দায়িত্বশীলদের।
২. মসজিদের স্বেচ্ছাসেবকদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করুন
মসজিদের স্বেচ্ছাসেবকদের নিয়োগ দিয়েই সব দায়িত্ব শেষ করবেন না বরং তাদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ দেওয়া জরুরি। এতে মসজিদের পরিবেশ সুশৃঙ্খল থাকবে।
৩. মসজিদ পরিচালানায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন
পরিবর্তন আনতে চাইলে মসজিদ পরিচালনা পরিষদে অন্তত একজন তরুণকে অন্তর্ভুক্ত করুন। খুব কম মসজিদই এ উদ্যোগ নেয়, অথচ এটি তরুণদের কাছে পরিষ্কার বার্তা দেয়, তাদের মতামতকে মূল্য দেওয়া হচ্ছে।
৪. সামর্থ্য থাকলে ক্যাফে বা কর্মস্থান তৈরি করুন
বর্তমানে তরুণদের জন্য বিকল্প সামাজিক ও শিক্ষামূলক জায়গার চাহিদা বাড়ছে। মসজিদের আশপাশে কফিশপ বা এই ধাঁচের কিছু তৈরি করুন যাতে সেখানে তরুণ আড্ডার আয়োজন করতে পারে। এতে মসজিদের পাশাপাশি পরিবেশে থাকার কারণে তারা মসজিদে যেতে আগ্রহী হবেন।
৫. জুমায় তরুণ খতিবদের সুযোগ দিন
জুমার খুতবায় তরুণ খতিব দেখলে বোঝা যায় সেই মসজিদ ভবিষ্যতের নেতৃত্ব গড়তে আগ্রহী। তবে খেয়াল রাখতে হবে তরুণ খতিব যেন ইসলামী শিক্ষা এবং সময় ও সমাজ সম্পর্কে সচেতন থাকে। প্রয়োজন হলে নতুন খতিবদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর