বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, নেতাকর্মীদের এখন সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই দলের ভেতরে দ্বন্দ্ব বা বিভাজন তৈরি করা যাবে না।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে প্রয়াত নেতার বাড়ির সামনে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’
কবর জিয়ারতে বিএনপি নেতা শরিফ উদ্দিন, মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর