নওগাঁর পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 'ডায়াবেটিস নিয়ন্ত্রণের চাইতে প্রতিরোধ করাই সহজ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলা উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার নজিপুর বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পত্নীতলা ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ আবু ওবায়দার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলিউল হক, প্রফেসর আব্দুল খালেক, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ইন্সট্রাক্টর বিমল কুমার বর্মন এবং দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমুখ।
সভায় আগত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি ডাক্তার আবু ওবায়দা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ। তাঁরা সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য জীবনধারাকে সঠিকভাবে পরিচালনা করার আহ্বান জানান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন বলেন, "ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে। আমাদের প্রত্যেককে অধিক সচেতনভাবে জীবনধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষের সচেতনতার মধ্য দিয়ে দুরারোগ্য এই ব্যাধি থেকে আমরা পত্নীতলাবাসীকে পরিত্রাণ করাতে পারি। ডায়াবেটিস দিবসের মতো বিভিন্ন সভা, সেমিনারে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। ডায়াবেটিস সমিতিকে আরও গতিশীল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
পত্নীতলা ডায়াবেটিক সমিতির আয়োজনে শোভাযাত্রাটি ডায়াবেটিস সমিতির অফিস থেকে নজিপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় অফিসে এসে শেষ হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর