টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় সাতটায় উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একই পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসটি গোলাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ধনবাড়ীগামী একই পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
পরে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর