গণভোটের কারণে নির্বাচন কমিশন (ইসি) নিন্দিত হতে পারে বলে মত দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
রোববার (১৬ নভেম্বর) ইসির সঙ্গে সংলাপে এ মত দেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, বর্তমান সরকার দেশটাকে বিভক্ত করে ফেলেছে। আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায়নি। জামায়াত দেশবাসীর কাছে ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দিতাম।
কাদের সিদ্দিকী বলেন, গণভোট আর জাতীয় ভোট একসঙ্গে হবে হোক। গণভোট নিয়ে দেশের মানুষ কনসার্ন না। তবে আওয়ামী লীগকে ভোট করতে না দেয়া হলে গণভোট থেকে বিমুখ হবে ৪০ থেকে ৪৫ শতাংশ ভোটার।
এ সময় তিনি আরও বলেন, অতীতের নির্বাচন খুব খারাপ হয়েছে। অতীতের কমিশন ছিল তল্পিবাহক। কিন্তু এবার গণভোটের ফলে কমিশন নিন্দার কারণ হতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর