যশোরের শার্শায় বিশেষ অভিযানের ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ও অস্ত্র মামলা আসামি বাপ্পি আটক হয়েছে। আটককৃত বাপ্পি উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রামে জয়নাল সরদারের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাত ০০.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম দক্ষিন বুরুজবাগান গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন আব্দুর রহমান বাপ্পি (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক হ্যান্ড কাটার ও ০১টি SUZUKI GIXXER SF 150 CC মোটর সাইকেল উদ্ধার করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১১, তাং-১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ রুজু করা হয়েছে ।
এছাড়া তার বিরুদ্ধে আরো ৭টি মাদক ও অস্ত্র মামলা ইতোপূর্বে রয়েছে। ঝিকরগাছা থানার এফআইআর নং-১২, তারিখ- ২০ নভেম্বর, ২০১৩; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। শার্শা থানার এফআইআর নং-৩০/১৫৪, তারিখ- ৩০ এপ্রিল, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। শার্শা থানার এফআইআর নং-৩৫/২০৭, তারিখ- ২৫ মে, ২০১৮; ধারা- ১৯-ধ/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন। শার্শা থানার এফআইআর নং-৪৬/৩৪৮, তারিখ- ২৫ আগস্ট, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। শার্শা থানার এফআইআর নং-২৯, তারিখ- ২৫ জুলাই, ২০২৪; জি আর নং-১৯৭, তারিখ- ২৫ জুলাই, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। শার্শা থানার এফআইআর নং-২৮/৫১, তারিখ- ১৮ ফেব্রুরুয়ারি, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। যশোর এর শার্শা থানার ,এফআইআর নং-৩১/৩১, তারিখ- ২৯ জানুয়ারি, ২০২২; জি আর নং-৩১/২২, তারিখ- ২৯ জানুয়ারি, ২০২২; ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/ ৪২৭/৩৫৪/৫০৬(২) পেনাল কোড-১৮৬০।
এছাড়া তাদের রয়েছে পারিবারিকভাবে ৩ দশক ধরে মাদকের কারবার।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর