কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন,তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী দিয়েছেন। এই আসন উপহার দেওয়া আমার ইমানী দায়িত্ব।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজী জসিম উদ্দিন বলেন,আজ থেকেই আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে নামবেন। আমাকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন—এটা প্রমাণ করার এখনই সময়। বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় বিএনপি ঐক্যবদ্ধভাবেই কাজ করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,গত ৩ নভেম্বর বিএনপি সারাদেশে ২৩৭টি আসনে ধানের শীষের প্রতীক দেয়। সেদিন কুমিল্লা-৫ আসনে আপনাদের সেবক হিসেবে আমাকে মনোনীত করা হয়। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ৩০ বছর ধরে আপনাদের সঙ্গে থেকে কাজ করেছি। আজকের পথসভা প্রমাণ করলো, বুড়িচংয়ের মানুষ তাদের সহকর্মীকে কতটা ভালোবাসে। আমৃত্যু আপনাদের পাশে থাকবো।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, এখন অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষের ভালোবাসা দিয়ে ধানের শীষে ভোট আনতে হবে। তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
পথসভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আ হ ম তাইফুর রহমান, সহ-সভাপতি এডভোকেট মো. শরীফুল ইসলাম, আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ তুহিন, আসাদুজ্জামান মনির, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু প্রমুখ।
এছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী সমাবেশে অংশ নেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর