ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কম্পাউন্ডের পাশে জব্দকৃত গাড়ি রাখার ডাম্পিং স্টেশনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে একটি ট্রাকের ওপর থাকা একটি পরিত্যক্ত লেগুনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে তারা গিয়ে আশপাশে থাকা ধোঁয়ায় পানিবাহী গাড়ি ব্যবহার করেন। আগুনের তীব্রতা দেখে ধারণা করা হচ্ছে, দাহ্য কোনো পদার্থ ঢেলে আগুন লাগানো হয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি লাইন কেটে দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর