চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রেরণ করেছেন ১৫২ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। তবে একই সময়ে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত, বেসরকারি ও বিদেশি মোট ৯টি ব্যাংকের মাধ্যমে এক টাকাও রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক, বিশেষায়িত একটি ব্যাংক, বেসরকারি দুইটি এবং বিদেশি পাঁচটি ব্যাংক মোট ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স লেনদেন হয়নি।
রেমিট্যান্সবিহীন ব্যাংকগুলোর তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) এবং বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি একই সময়ে কোনো রেমিট্যান্স পায়নি।
বিদেশি ব্যাংকের মধ্যে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা নভেম্বরের প্রথম ১৫ দিনে কোনো অর্থ পাঠাননি।
উল্লেখ্য, মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ডলার, যা প্রতি ডলার ১২২ টাকা হিসাবে প্রায় ১৮ হাজার ৫৬৫ কোটি টাকার সমান। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২২১ কোটি টাকা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর