জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাত থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে, এনসিপি কার্যালয়ের সামনে, কারওয়ান বাজার সার্ক ফোয়ারা, মিরপুর ১২, শ্যামপুর, মহাখালী, দারুস সালাম, বাড্ডাসহ অন্তত ১২টির বেশি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। কিছু এলাকায় বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিউমার্কেট এলাকার সেন্ট্রাল রোডে রাত ৯টার পর রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটলে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এদিকে, রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন, অতিরিক্ত পুলিশ মোতায়েন ও রেল–নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ঢুকতে না পারে—সে বিষয়েও সব থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সতর্ক করে বলেন, জননিরাপত্তা ও পুলিশের ওপর হামলা হলে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশনা রয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দল বা গোষ্ঠী নাশকতা করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর