আজ (১৭ নভেম্বর, সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই সহযোগী আসামির রায় ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর সতর্ক অবস্থায় রয়েছে।
রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ঢাকার বিভিন্ন থানায় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে জমায়েত করতে না পারে।
আওয়ামী লীগ রায়ের প্রতিবাদে দেশে লকডাউন ঘোষণা করেছে। তবে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানিয়েছে, সব ধরনের যানবাহন চলবে এবং যোগাযোগব্যবস্থা সচল থাকবে। নিরাপত্তা বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সরব।
রায় বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে রায় প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রায়কে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও সেনা প্রস্তুত রয়েছে। সুপ্রিম কোর্ট ও প্রশাসন রায়ের দিন রাজধানী ও আশপাশের এলাকায় সম্পূর্ণ সুরক্ষা ও সতর্কতা নিশ্চিত করছে। সার্বিকভাবে, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কড়া এবং জনসাধারণকে শান্তিপূর্ণভাবে রায় দেখার আহ্বান জানানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর