সাভারে পার্কিং করা সড়কের পাশে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ারসার্ভিসকে ফোন করা হলেও তারা আসেনি বলে অভিযোগ।
সোমবার (১৭ নভেম্বর) সকালে বাসটির মালিক আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করে বলেন এ ঘটনায় ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তারা আসেনি।
এরআগে রবিবার (১৬ নভেম্বর) রাত ১১ টার দিকে সাভারের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন মীর আখতার কনস্ট্রাকশন গেটের সামনে বেড়িবাঁধ বটতলা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা অন্ধকারের সুযোগে এসে বাসটিতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে বালু দিয়ে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন মালিক।
বাসটির মালিক আমজাদ হোসেন বলেন, রাত ৯টার দিকে বাসটি পরিষ্কার করার পর রাস্তার পাশে পার্কিং করে বাসায় চলে আসি। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বালু দিয়ে আগুন নেভানো হলেও বাসটির গ্লাস, সিটসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। বাসটি আলিফ পরিবহনের, ঢাকা মেট্রো–ব-১৩-০২৮৭।
এ ঘটনায় বাসটির গ্লাস ও সিটসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর