আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পাওয়ার পরপরই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাদের পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সটির বড় অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে যায়। তবুও আমরা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
তিনি আরও জানান, “আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে শাটডাউনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
এদিকে ঘটনার পর সকালে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। স্থানীয়রা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর