জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ে তার কল রেকর্ড ও জাতিসংঘের প্রতিবেদনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছয় ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ সোমবার দুপুরে ট্রাইব্যুনাল-১ পড়া শুরু করে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় পাঠ করছেন। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ প্রসিকিউশনের সংশ্লিষ্টরা আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশনের দাখিল করা অভিযোগপত্রের পরিমাণ ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা। এর মধ্যে তথ্যসূত্র, দালিলিক প্রমাণ, জব্দতালিকা এবং শহীদদের তালিকা মিলিয়ে বিপুল পরিমাণ দলিল যুক্ত করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এতে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত হন। এসব ঘটনাকে গণহত্যা, খুন এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে ট্রাইব্যুনাল।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর