সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান এই শীতবস্ত্র বিতরণ করেন। তিনি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি/শিশু, এতিম শিশুদের মাঝে কম্বলগুলো বিতরণ করেন।
এসময় উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে খুব উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি প্রকৃত দুস্থ ও অসহায় কেউ থাকলে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। তাদেরও শীতবস্ত্র (কম্বল) দেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর