ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন-জনের মানবতাবিরোধী অপরাধের রায়কে ঘীরে সাভারে নিরাপত্তা জোরদার
কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি ঘীরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন-জনের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজারে তল্লাশি চৌকি বসিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চৌকি বসানো হয়। এ দিন সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে। সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে তল্লাশি করা হচ্ছে। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনো ব্যক্তিকে সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে তল্লাশি করছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে। এছাড়া, মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতা রোধে পুলিশের অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সাজু/নিএ
সর্বশেষ খবর