জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এটি শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, ভবিষ্যতের জন্য শিক্ষা এবং উদাহরণ হিসেবে মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের অপরাধের তুলনায় এই সাজা “যথেষ্ট কম” হলেও আইনের ওপর কোনো কথা নেই।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। বিচার কার্যক্রম শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর এবং সেই দিনই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর