রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, 'সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রতি উত্তম ব্যবহার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা পুলিশের পরিচয়ের ভিত্তি।'
মেসে উন্নতমানের খাবার সরবরাহ, ড্রেস রুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিদ্যুতের সঠিক ব্যবহারসহ বিভিন্ন কল্যাণমুখী নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর