সুবিধাবঞ্চিত, অসহায়, ভাসমান ও ক্ষুধার্ত মানুষের জন্য এক দশক ধরে মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে সমাজসেবামূলক সংগঠন ‘আমাদের প্রত্যাশা’। ২০১৫ সালের ১০ অক্টোবর টিকাটুলি–কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে অবশিষ্ট খাবার সংগ্রহ করে ক্ষুধার্ত মানুষের মাঝে বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি।
পরবর্তীতে ২০২২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আমাদের প্রত্যাশা’, যার সেবা আজ কমলাপুর, শান্তিনগর, গুলিস্তান, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত রান্না করা খাবার বিতরণ, নতুন-পুরাতন পোশাক প্রদান, রাস্তায় অসুস্থ মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং জরুরি অবস্থায় হাসপাতালে পৌঁছে দেওয়াসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করে আসছে সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি সালাম শামিম বলেন, আমরা মানবতার ডাকেই পথে নেমেছি। যতদিন বেঁচে আছি, অসহায় মানুষের পাশে থাকব এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি রেখে যেতে চাই।
সাধারণ সম্পাদক মুজাহিদ জানান, মানবিক কাজকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
মহিলা বিষয়ক সম্পাদিকা মনি আক্তার বলেন, নারী ও শিশুদের সহায়তায় আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি হাত বাড়ায়, তাহলে রাস্তার কেউ অনাহারে বা বিনা চিকিৎসায় পড়ে থাকবে না।
মানবিকতার এই পথচলা দেশ–বিদেশে ছড়িয়ে পড়ুক- এটাই সংগঠনের প্রত্যাশা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর