বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে নিজ বসতঘর থেকে রুম্পা রানী দে (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রুম্পা রানী দে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মন্টু লাল দে। দুই বোনের মধ্যে রুম্পা ছিলেন বড়।
স্থানীয়রা জানান, দুপুরে পাশের বাড়িতে গিয়ে খাবার খেয়ে নিজ ঘরে ফিরে রুম্পা ঘুমাতে যায়। পরবর্তীতে সন্ধ্যায় তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে পানির পট দিয়ে আটকানো অবস্থায় পান।
ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তিনি দেখেন—রুম্পা ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। লাশ উদ্ধারের সময় নিহতের পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
তাদের ধারণা, প্রেমঘটিত কারণে রুম্পা আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে বাগেরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর