হালুয়াঘাটে উপজেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক সাজ্জাদ হোসেন খান হীরার বিরুদ্ধে পূর্ব ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভীনকে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।
মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময়ে তিনি বলেন, গত সোমবারসন্ধ্যায় উপজেলা জয়িতা মহিলা মার্কেটের পিছনে উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক সাজাজাদ হোসেন খান হীরা আমাকে ডেকে নেন।
জমি সংক্রান্ত একটি দীর্ঘদিনের পারিবারিক বিষয়ে আলোচনা করতে গেলে তিনি আচমকা উত্তেজিত হয়ে আমার প্রতি অশালীন আচরণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। আমি এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর