যশোরের শার্শায় বোমা বিস্ফোরনে বিব্লব নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক বিপ্লব হোসেন (২১) মহিষাকুড়া গ্রামের মহসিনের ছেলে।
বিপ্লবের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বাড়ির দরজা খুলে বাইরে আসতেই বিপ্লব বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন।
তিনি আরও জানান, বিপ্লব মাঠে কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
অন্যদিকে, স্থানীয় একটি সূত্র ও পুলিশ জানায়, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর