সাভারের আশুলিয়ায় একটি চলন্ত শ্রমিক পরিবহনকারী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় সম্ভার ফিলিং স্টেশনের সামনে সিমা-সিমলা এন্টারপ্রাইজ নামের চলন্ত বাসে আগুিকান্ডের ঘটনা ঘটে।
বাসের চালক ও মালিক বলেন, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে বাসটি ডিইপিজেডের দুই পোশাক কারখানার শ্রমিকদের নিতে যায়। নতুন ডিইপিজেড সংলগ্ন সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বাসের পিছনের সিটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বাসটি সড়কে থামিয়ে চালক পুলিশের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায় নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর