প্রবাসী ও ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টালভোটবিডি’ অ্যাপ চালু করে দিলেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এসময় মিশর, জাপান ও কেনিয়া থেকে কয়েকজন প্রবাসী সরাসরি লাইভে যুক্ত হয়ে নিবন্ধনও সম্পন্ন করেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টালভোটবিডি’ উদ্বোধন অনুষ্ঠানে এ অ্যাপ উন্মোচন করেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির উর্ধতন কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অনেক রাজনৈতিকবিদরা উপস্থিত আছেন।
এসময় তিনি বলেন,প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরো শক্তিশালী। দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা এ অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। গণতন্ত্রের জন্য এটি অনন্য সংযোজন।
তিনি বলেন,এই অ্যাপের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
অঞ্চলভিত্তিক নিবন্ধিত ভোটারদের কাছে প্রবাসে ব্যালট পেপার পাঠানো শুরু করে ১৬ থেকে ২৮ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে ইসির।
কুশল/সাএ
সর্বশেষ খবর