টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক (এসটি/এলটি) তার ও ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ মামুন নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার কচুয়া বাজারে বিদ্যুৎ বিভাগ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় ভাঙারির দোকানদার মামুনকে (৪২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও বিদ্যুতের প্রায় ৬০০কেজি চোরাই তার উদ্ধার করা হয়।
সখীপুর উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আবুবকর তালুকদার ও সখীপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ট্রান্সফরমার খোলে যন্ত্রাংশ চুরি হচ্ছে। উদ্ধারকৃত মালামাল চুরি যাওয়া ট্রান্সফরমারের। মালামালসহ মামুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর