রাজবাড়ী পাংশা উপজেলা ও পৌর বিএনপিও সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী ১ আসনে মনোনয়ন প্রত্যাহারে দাবীতে সড়ক অবরোধ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়ায় ওই কর্মসূচির আয়োজক ও নির্দেশ দাতাদের বহিষ্কার করাসহ তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে পাংশায় রাজবাড়ী জেলা বিএপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো নাসিরুল হক সাবুর দিক নির্দেশনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পরে রেল স্টেশন এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার, জেলা ছাত্র দলের নেতা সজীব রাজা প্রমুখ।
এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন অবিলম্বে মহাসচিবকে নিয়ে যারা নোংরামি করেছে বাজে কথা বলেছে তাদের নেতাদের বহিষ্কার করে দৃষ্টান্ত মুলক শাস্তি আওতায় আনতে জোর দাবী জানান
প্রসঙ্গত: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বহিষ্কার করেছে বিএনপি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর