নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজে ধাক্কা লাগার ঘটনায় সিজান (১৭) নামে এক স্কুলপড়ুয়া ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজান সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লার প্রবাসী সোহেলের ছেলে। সে সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার ১০ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সিজানসহ তিনজন বন্ধু মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এতে সিজান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুশফিক ও সোহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর