বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বদল এবং এ–চালানসহ সব ধরনের কাউন্টার সেবা আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে বন্ধ হচ্ছে। নিরাপত্তাজনিত কারণ ও আন্তর্জাতিক প্রথার সঙ্গে সামঞ্জস্য আনতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে এসব সেবা শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদফতর ও পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের সেবা যেন নির্বিঘ্নে চলতে পারে—সে জন্য তদারকি বাড়ানো হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকই সাধারণ গ্রাহকদের এ ধরনের সেবা সরাসরি প্রদান করে না। তাই ধাপে ধাপে ঢাকার বাইরে বিভাগীয় অফিসগুলোতেও একই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
মতিঝিল অফিসে সম্প্রতি সার্ভার জালিয়াতির ঘটনায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাত এবং আরও ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা ধরা পড়ে। এ ঘটনায় চারজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই অফিসে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে।
বর্তমানে গ্রাহকদের হাতে থাকা সঞ্চয়পত্রের পরিমাণ তিন লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকা, যার ৩০ শতাংশের বেশি বন্দোবস্ত হয় মতিঝিল অফিসের মাধ্যমে। সেবা বন্ধের ফলে এখন থেকে গ্রাহকদের এসব কাজ করতে হবে বাণিজ্যিক ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর