বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ১০০তম টেস্ট ম্যাচ উপলক্ষে মুশফিকুর রহীমকে অভিনন্দন জানিয়েছেন । সাকিব আজ বুধবার সকালে এক ফেসবুক পোষ্টে লিখেছেন, তিনি মুশফিকের প্রথম টেস্ট ম্যাচ লর্ডসে খেলার সময় থেকেই তার প্রতি অনুপ্রেরণা পেয়েছেন।
সাকিব জানান, “তুমি যখন বয়সভিত্তিক দল নেতৃত্ব দিচ্ছিলে, তখন থেকেই আমি তোমাকে আমার ক্যাপ্টেন মনে করেছি। আজও এবং ভবিষ্যতেও আমি ক্রিকেট খেলব—তুমি সবসময় আমার ক্যাপ্টেন থাকবেন।”
তিনি আরও বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে আমি তোমাকে আমার সব শুভেচ্ছা জানাই। যেভাবে আমি তোমার প্রথম ম্যাচ দেখেছিলাম, ঠিক তেমনিভাবে আমি তোমার ১০০তম টেস্টের প্রতিটি বল দেখব। কৃতিত্ব উদযাপন করার জন্য আমি চাই যেটি খেলায় তোমার সঙ্গে একত্রে অংশগ্রহণ করতে পারতাম।”
সাকিবের এই শুভেচ্ছা মুশফিকুর রহীমের ক্রিকেট ক্যারিয়ারের একটি বড় অর্জনকে সম্মান জানানো এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর