সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ইমরান হোসেন (৩৭) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। অর্থদÐপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুত করে খুচরা বাজারে বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বুড়িখালি ইটভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন মজুতের কথা স্বীকার করেন ইমরান। ঘরে বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন। অভিযানে পরবর্তীতে যোগ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদপ্তর। এসময় জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন,‘নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।,#
সাজু/নিএ
সর্বশেষ খবর