দিনের শেষ ওভার। সেঞ্চুরি করতে মুশফিকুর রহিমের দরকার ২ রান। ড্রেসিংরুম থেকে শুরু করে পুরো গ্যালারি প্রস্তুত মুশফিকের শততম টেস্টের সেঞ্চুরি উদযাপনে। গ্যাভিন হোয়ের করা পঞ্চম বলটা সজোরে স্লগ সুইপ করলেন মুশফিকুর। তবে ১ রানের বেশি এলো না। আর তাতেই নিজের শততম টেস্টে প্রথমদিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে গেলেন মুশফিকুর। ১ রানের আক্ষেপ নিয়ে শেষ হলো দিন।
বাংলাদেশ দিন শেষ করেছে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। মুশফিকুরের সঙ্গে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন দাস। এছাড়াও ফিফটি করেছেন মুমিনুল। নাজমুল হোসেন শান্ত ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় করেছেন সমান ৩৫।
আগামীকাল দ্বিতীয় দিন ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক। এই তালিকায় বর্তমানে আছেন দশজন। শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় ইংল্যান্ডের আছেন সর্বোচ্চ তিনজন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের দুজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের একজন নাম লিখিয়েছেন এই তালিকায়।
ইংল্যান্ডের হয়ে শততম টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মিচেল কলিন কাউড্রে, অ্যালিচ স্টুয়ার্ট ও জো রুট। অস্ট্রেলিয়ার হয়ে কীর্তিতে নাম লিখিয়েছেন রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। এর মধ্যে পন্টিং ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। দক্ষি আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেছেন গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। পাকিস্তানের পক্ষে হয়ে শতরান ছুঁয়েছেন ইনজামাম-উল-হক ও জাভেদ মিঁয়াদাদ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কীর্তিটি গর্ডন গ্রিনিজের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর