রাজধানীর দুটি এলাকায় বাসে অগ্নিসংযোগ ও থানার সামনে ককটেল বিস্ফোরণের আতঙ্কজনক দুই ঘটনা ঘটেছে বুধবার রাতে। রামপুরা ও পল্লবীতে ঘটে যাওয়া এসব ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাদুটিকে নাশকতা বলেই মনে করছে।
বুধবার রাত প্রায় ১০টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত ৮টার দিকে পল্লবী থানার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য এএসআই নুরুল ইসলাম আহত হন। পায়ে ও হাতে আঘাত পাওয়ায় তাঁকে স্থানীয় কিংস্টন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসার এসআই আসাদ বলেন, ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যটি আহত হয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
উভয় ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাম্প্রতিক সময়ের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মতো এগুলিও পরিকল্পিত নাশকতা হতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর