পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা আর মতবিনিময় মাধ্যমে রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো যমুনা এসি বিজনেস সামিট ২০২৫।
যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর, সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সেলস ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত এসি ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম, হেড অফ সেলস মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস আখতার হোসেন। জিয়া যায়শান হেড অফ প্রোডাকশন, কিং হুয়ান হেড অফ আর এন ডি, মো. ইব্রাহিম হোসেন এজিএম বিজনেস অপারেশন সহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর