সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি দাবি করেছেন, বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট খেলতে আগ্রহী থাকা সত্ত্বেও দলের ভেতরের ‘নেতিবাচক পরিবেশে’ বাধ্য হয়ে অবসর নিয়েছেন। এ বছর ইংল্যান্ড সিরিজের আগে এক সপ্তাহের ব্যবধানে দুই তারকাই টেস্ট থেকে বিদায় নেন।
গৌতম গম্ভীর প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ‘ট্রানজিশন ফেজ’ বা পরিবর্তনপর্বকে দায়ী করায় তিওয়ারি ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, ভারতের মতো বিশাল প্রতিভার দেশে ট্রানজিশন শব্দটির কোনো মানে হয় না।
এটা নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ের মতো দলের জন্য প্রযোজ্য। ভারতের ঘরোয়া ক্রিকেটে এত বিশাল প্রতিভা মজুত যে ট্রানজিশনের কথা অর্থহীন। তার দাবি, অযথা ট্রানজিশনের অজুহাতে কোহলি–রোহিতদের মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের ধীরে ধীরে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিওয়ারি বলেন, ‘এই ট্রানজিশনের কথা আমি মানি না। ভারতের কোনো ট্রানজিশন দরকার নেই। অকারণে ট্রানজিশন তৈরি করে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যে বিরাট-রোহিতের মতো যারা টেস্টের মর্যাদা রক্ষা করতে চেয়েছিল, তারাই পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।’
গম্ভীরকে আক্রমণ করে তিনি আরো বলেন, ‘হারার পর খেলোয়াড়দের টেকনিক দোষারোপ করা যায় না। কোচের কাজ শেখানো।
যদি ব্যাটসম্যানদের রক্ষণাত্মক দক্ষতা দুর্বল হয়, তাহলে আগে থেকে কেন শিখানো হয়নি? গম্ভীর নিজেও স্পিন ভালো খেলতেন, তাই আরও বেশি শেখানো উচিত ছিল।’
প্রথম টেস্টে কলকাতায় হেরে সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। এখন গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচ জেতা ছাড়া উপায় নেই। প্রথম টেস্টের টার্নিং উইকেট ব্যুমেরাং হওয়ায়, এবার কেমন পিচ বানাবে ভারত, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
কুশল/সাএ
সর্বশেষ খবর