ফরিদপুরে-১ টাকায় গরুর মাংস এবং ১০ টাকায় ইলিশ মাছ বিক্রি করে আলোচনায় আসা এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল এবার গভীর রাতে নিজেই মাথায় চালের বস্তা নিয়ে এলাকার দরিদ্র মানুষের ঘরে পৌঁছে দিয়ে যেন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তিনি নিজ হাতে চাল, নিত্যপ্রয়োজনীয় বাজার ও নানান খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন অভাবী মানুষের ঘরে। অন্ধকার রাতে মাথায় চালের বস্তা ও হাতে বাজারের ব্যাগ নিয়ে দূর-দূরান্তের বাড়িগুলোতে হাঁটতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন আরও কয়েকজন সহযোগী। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় এবং নীরব গ্রাম্য পরিবেশে তার এই নিঃস্বার্থ উদ্যোগ মানবিকতার নতুন মাত্রা যোগ করেছে।
স্থানীয়রা জানান, দিনের আলোতে অনেককে সাহায্য করতে দেখা গেলেও, গভীর রাতে নিরবে এভাবে সাহায্য পৌঁছে দেওয়া সত্যিই বিরল। কোনো প্রচার-প্রচারণা ছাড়া মানুষের দুঃখকে নিজের দায়িত্ব মনে করে কাজ করে যাওয়াই মুফতি রায়হান জামিলের সবচেয়ে বড় পরিচয়।
মুফতি রায়হান জামিল বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার ঈমানি ও নৈতিক দায়িত্ব। যারা মুখ ফুটে বলতে পারে না তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তার এই উদ্যোগ স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এভাবে যদি সকল সামর্থ্যবান লোক এগিয়ে আসতেন তাহলে সমাজের চিত্রই পরিবর্তন হয়ে যেত।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর