লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, একটি দল (জামায়াত) বাড়িতে-বাড়িতে গিয়ে। নির্বাচনী প্রচারণার নামে। মানুষকে ভুল বুঝাচ্ছে। ইসলামের অপব্যাখ্যা করছে। ধর্মের দোহাই দিয়ে, ভোট চাচ্ছে। কিন্তু গ্রামের নারীরা খুবই সচেতন ও জ্ঞানী। তারা মিথ্যাচারের জবাব ভোটের মাধ্যমে দিতে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের প্রত্যেকটি নির্বাচনী প্রোগ্রামে, নারীদের উপস্থিতি বেড়েছে পূর্বের চেয়ে কয়েকগুণ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টুমচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের কথাগুলো বলেন আবুল খায়ের ভূঁইয়া। এসময় তিনি ওই ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান ও কয়েকটি বাড়িতে নারী-পুরুষদের সাথে কৌশল বিনিময় করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, লক্ষ্মীপুর-২ আসনে বিগত ১৭ বছর টেকসই উন্নয়ন হয়নি। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ টাকা লুট করেছে। এমপি থাকাকালীন যে উন্নয়ন কাজগুলো করেছি। এখনি তাই রয়েছে। আসলে, বিএনপি মানেই উন্নয়ন।
আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দল। বিএনপি দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। দেশের উন্নয়নে কাজ করে। আগামীতে সরকার গঠন করলে। অগ্রাধিকারের ভিত্তিতে টুমচরে রাস্তাঘাট, শিক্ষা, ব্রীজ-কালভার্ট, কৃষি উন্নয়ন সহ সকল সেক্টরে উন্নয়ন করবে।
নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, সেক্রেটারি মহি উদ্দিন পাটোয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, জেলা যুবদলের সেক্রেটারি সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, সদর উপজেলা পশ্চিম যুবদল নেতা আমির আহমেদ রাজু, টুমচর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জামাল হোসেন, যুবদল নেতা মুক্তার হোসেন, বিএনপি নেতা জামাল হোসেন সহ আরও অনেকে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর