ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে শামিম মিয়া (৪৫),সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১) থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ, এএসআই মো. মোশারফ হোসেন এবং এএসআই কাঞ্চন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে গেলেও শামীম ও সোহেলকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারের পর শামিমের পরিহিত লুঙ্গীর নিচের দিকের কোচ থেকে ২৯০ পিস ইয়াবা এবং সোহেলের প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ৩৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম যুবলীগের স্থানীয় নেতা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি শামীমকে সন্ত্রাস বিরোধী আইনে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।” পুলিশ জানায়, পলাতক অন্যান্য মাদক কারবারিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর