ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
পোস্টে তিনি জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।’
দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ এ বিষয়ে উম্মে উসওয়াতুন রাফিয়ার সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কথা বলেন ওই গণমাধ্যম। সেখানে তিনি বিলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার ময়মনসিংহের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণের মতো একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়।
রাফিয়া আরও জানান, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, মোটরসাইকেল ও পায়ে হেঁটে এসে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের বাড়ির গেটে আগুন দেয়। মোটামোটি ৪-৫ মিনিটের মধ্যে তারা তাদের অপকর্ম করে পালিয়ে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির গেটে পোড়া দাগ রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে বলে মনে করছেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর