জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্যানেলের নেতা-কর্মীরা রাজধানীর জিয়া উদ্যান কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় প্যানেলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে ছাত্রসমাজ গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল প্রত্যাশিত ফল না পেলেও চারটি পদে বিজয় অর্জন করে। বিজয়ীরা হলেন—পরিবহন সম্পাদক পদে মায়েদ, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসেল রাকিব, সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম এবং সাধারণ সদস্য পদে সাম্য।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর