কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের সমর্থকেরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘুরে মজমপুর ট্রাফিক মোড়ে নারী-পুরুষসহ হাজারো মানুষ এতে অংশ নেন। সেখানে রেললাইনের গেট ফেলে মহাসড়কে আগুন জ্বালিয়ে সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীদের কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় ছিল।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কুষ্টিয়া-৩ সদর আসনে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মনোনয়ন দেওয়ায় "বিতর্কিত হচ্ছে"। তৃণমূল নেতাকর্মীদের মতামতের বাইরে গিয়ে জাকির সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনটির যোগ্য নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
তারা বলেন, দলের কঠিন সময়ে যিনি মাঠে ছিলেন, তাকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় চেতনার পরিপন্থী।
এদিকে মিছিলে নেতৃত্বদানকারী সোহরাব উদ্দিনের ঘনিষ্ঠ নেতারা বলেন, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সংগ্রাম, জনসমর্থন ও ত্যাগ অবমূল্যায়ন করলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তাই অবিলম্বে নির্বাচনের আগে বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সোহরাব উদ্দিনকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দিতে দিতে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর