এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলো বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত ম্যাচে একের পর এক ক্যাচ মিস ও ভুলের কারণে নির্ধারিত ওভারে নিশ্চিত জয় হাতছাড়া করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সুপার ওভারে পেসার রিপন মণ্ডলের দারুণ বোলিংয়ে ভারতের মাথায় জয় বেঁধে দেয় লাল-সবুজ দল।
বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলতে নেমে ভারতকে ৫ উইকেটে ১৭৯ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। শেষ ওভারে ভারতের জয় পেতে ১৬ রান প্রয়োজন ছিল। রাকিবুল হাসান বল হাতে ছিলেন। প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নিয়ে খেলা শুরু করলেও তৃতীয় বলে ছক্কা মেরেছিলেন আশুতোষ শর্মা। পরের বলে ফিল্ডার জিসান আলমের হাত থেকে বল ফসকে গিয়ে বাউন্ডারি হয়ে যায়, যা ভারতের জন্য পরিস্থিতি সহজ করে দেয়। শেষ দুই বলে দরকার ছিল মাত্র ৪ রান, যেখানে রাকিবুলের ইয়র্কার বোলিংয়ে আশুতোষ বোল্ড হন। শেষ বলে হার্শ দুবে ব্যাটে ঠিকঠাক সংযোগ করতে ব্যর্থ হলেও দুই ব্যাটার দুইবার প্রান্ত বদলের কারণে ফিল্ডার আকবর আলী স্টাম্পে আঘাত করার সময় মিস করেন, যা ভারতের পক্ষে এক রান নিয়ে ম্যাচকে টাই করিয়ে দেয়।
ফাইনালের ভাগ্য নির্ধারণে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানে প্রথম দুই বলে রিপন মণ্ডল বোল্ড করেন জিতেশ শর্মাকে এবং অফে ধরা পড়েন আশুতোষ শর্মা। দুই উইকেট পড়ায় ভারতের বাকি চার বল খেলতে পারেনি। এর ফলে বাংলাদেশের সামনে মাত্র ১ রানের লক্ষ্য দাঁড়ায়। যদিও ইয়াসির আলী সুযশ শর্মার প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। পরে ক্রিজে আসেন আকবর আলী। তাকে কিছু করতে হয়নি, কারণ ওয়াইড ডেলিভারিতে ম্যাচ জয় নিশ্চিত হয় বাংলাদেশ।
এক নাটকীয় ম্যাচে জয় নিশ্চিত করে বাংলাদেশ এখন ফাইনালে নিশ্চিত অবস্থানে। লাল-সবুজের সামনে এবার শিরোপা জয়ের দারুণ সুযোগ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর