কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় যুবকদের ওপর সংঘবদ্ধ মাদক কারবারিদের প্রকাশ্য হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজারে অগ্রযাত্রা ফাউন্ডেশন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় কিছু মাদক ব্যবসায়ী শুধু যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে না, বরং তাদের প্রতিরোধ করলেই ভয়ভীতি ও হুমকি দিয়ে দমন করার চেষ্টা করছে। এ ধরনের দুঃসাহসী আচরণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বক্তারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন— মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে কোনো যুবককে হুমকি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। মাদক কারবারিরা এখনই থেমে না গেলে আইনগত ব্যবস্থা এবং জনতার প্রতিরোধ—দুই দিক দিয়েই জবাব পেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সাবেক সমন্বয়ক রুকনুজ্জামান, আঃ রাজ্জাক এবং সাংবাদিক আবু সুফিয়ান পারভেজ।
তারা আরো বলেন, মাদক শুধু অপরাধ নয়—এটি সমাজ ধ্বংসের অস্ত্র। মাদক ব্যবসায়ীদের হুমকির মুখে মাথা নত করা যাবে না। সমাজকে, পরিবারকে এবং যুব সমাজের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছাত্র ও যুব সমাজ অংশ গ্রহণ করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর