ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের প্রথম থেকে অষ্টম শ্রেণীর বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আশুলিয়া অঞ্চলের ৩৫টি স্কুলের প্রায় ১৫'শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
শুক্রবার (২১নভেম্বর) সকাল ১০ টা থেকে চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আশুলিয়া কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃংখল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইব্রাহিম ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেন্দ্র সচিব শফিকুল ইসলাম এবং হল সুপার মো.জসিম উদ্দিন। তাদের দক্ষ, সমন্বয় ও তদারকিতে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জুলহাস খান, হুমায়ুন কবির রানা, পারভেজ রানা, বিলকিস আক্তার ও সংগঠনের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম(খোকন)

বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের চেয়ারম্যান মোরশেদ আলম ও মহাসচিব আরিফুল ইসলাম নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা,দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শিক্ষার মনোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বৃত্তি। আর আজকের এই বৃত্তির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পড়াশোনার সুযোগ পাবে। প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষার মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা রক্ষা করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের সহযোগিতা এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।
অভিভাবকরা জানান, পরীক্ষা অত্যন্ত সুন্দর ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশে হয়েছে, যা তাদের সন্তানের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষকগণ এসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল্যায়ন শেষে খুব শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর