বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে সেখানে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন ছাত্রসংগঠন ফুটবল মাঠে সমবেত হয়। পরে সেখানে উপাচার্য কেক কাটেন। পরে সকাল সাড়ে ১১টায় সেখান থেকে প্রশাসন, সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট ও হলের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টায় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগে শুধু ইসলামিক এডুকেশন বিভাগ থাকলেও এখন একটি নতুন অনুষদসহ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চালু হয়েছে। আরও তিনটি বিভাগের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তাব ইউজিসিতে জমা দেওয়া হয়েছে এবং ২-৩ মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি আশা করা যাচ্ছে। টেকসই উন্নয়নে তাড়াহুড়ো নয়Ñবিজ্ঞান, আধুনিকতা, সোশ্যাল সায়েন্স ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ আধুনিক বিশ্ববিদ্যালয় গড়াই আমাদের লক্ষ্য।”
পরে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটায় ইরানি চলচ্চিত্র ‘দ্যা ম্যাসেঞ্জার’ প্রদর্শন করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর