ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে মানিকদাহ ইউনিয়নের আদমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে মানিকদাহ ইউনিয়নের আদমপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান বাচ্চু মাতুব্বর ও সাবেক চেয়ারম্যান সাঈদ মিয়ার পূর্ব বিরোধকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র, ঢাল-সুরকি ও ইটপাটকেল নিয়ে দুই পক্ষ প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। আহতদের ভাঙ্গা ও সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, আদমপুর গ্রামের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর