ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মাথায় ধানের আঁটি নিয়ে প্রতীকী ‘রিভিউ আবেদন’ জানিয়েছেন অর্ধশতাধিক কৃষক। শনিবার (২২ নভেম্বর/২৫) রামগোপালপুর ইউনিয়নের বেরাটি গ্রামে স্থানীয় কৃষক পরিবারের উদ্যোগে এই অনন্য প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এ আসনে উত্তাপ বিরাজ করছে।
ঘোষণার পরপরই উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান। তারই ধারাবাহিকতায় কৃষকরাও প্রতীকী রিভিউর মাধ্যমে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেন। কৃষক ফখর উদ্দিন বলেন, “আমরা চাই জনমত যাচাই, আন্দোলনে সক্রিয় ভূমিকা, নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক—এসব বিষয়ে পুনর্মূল্যায়ন করা হোক। তাহলেই হিরণ ভাই মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই উদ্যোগ।” বেরাটি গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, “হিরন ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলন করেছি, মামলায়-জেল খেটেছি, রাত কাটিয়েছি ঝাড়জঙ্গলে। এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেওয়া আমরা মেনে নিতে পারি না।” কৃষক জিয়াউল হাসান শ্যামল বলেন, “ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে হিরন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা ধানের শীষ প্রতীকে তাকেই দেখতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মরজত আলী বেপারী, হারুন অর রশিদ, আব্দুর রাজ্জাক আকন্দ, বাবুল আকন্দ, পাভেল মিয়া, ফারুক আহমেদ, শরীফ মিয়া, আব্দুল মালেক, আব্দুস সালাম, রেজাউল করিম, নুর হেকিম আকন্দ, ইয়াসিন আকন্দ, ফজলুর রহমান, মিজানুর রহমান, মজিবুর রহমানসহ অনেকে। উল্লেখ্য, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। প্রতীকীভাবে ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ধারণা ব্যবহার করে কৃষকরা দলীয় মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান, যা এদিনের কর্মসূচিকে আরও ব্যতিক্রমী করে তোলে।
সাজু/নিএ
সর্বশেষ খবর