শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের পঞ্চম দিনে তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। এরপর আরও একটি উইকেট শিকারের মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২৫০ উইকেট পার করেছেন।
চলমান টেস্টের তৃতীয় দিনে তাইজুল সাকিব আল হাসানের সঙ্গে সমানভাবে ২৪৬ উইকেটের সংখ্যা ছুঁয়েছিলেন। ৫৭টি টেস্ট খেলে তাইজুলের উইকেট সংখ্যা এখন ২৫০, যেখানে সাকিব ৭১ ম্যাচে ২৪৬ উইকেটে থেমে গেছেন।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেটধারক হওয়ার পর তাইজুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিব লেখেন, ‘অভিনন্দন তাইজুল। আমি আশা করি, তোমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে তুমি ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁতে পারবে। শুভকামনা।’
উল্লেখ্য, সাকিব ৭১ টেস্টে ২৪৬ উইকেট সংগ্রহ করেছেন। তাইজুল মাত্র ৫৭ ম্যাচে এই রেকর্ড ছাড়িয়ে গেছেন। সাকিব সর্বশেষ ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট খেলেছেন। রাজনৈতিক কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তার শেষ টেস্ট খেলতে পারেননি।
কুশল/সাএ
সর্বশেষ খবর