চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান নামের এক পুলিশ সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো.শহীদুল্লাহ’র ছেলে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বলেন, রাতে থানায় ডিউটি করে সকাল নয়টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। এসময় ওসি কল দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে বলেন। সেখানে গিয়ে এএসআই মো.অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি।
জানা গেছে, নিহত অহিদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজারে। তার বাবার নাম মো. শহীদুল্লাহ ও মায়ের নাম হাসিনা আকতার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে এএসআই মো.অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে-তা ময়নাতদন্তে জানা যাবে।
এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতের ডিউটি শেষে সকালে শৌচাগারে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অহিদুর আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রয়েছে। বিস্তারিত ময়নাতদন্ত শেষে জানা যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর