জি-মেইল হলো গুগলের একটি বিনামূল্যের ওয়েবমেইল পরিষেবা, যা ইমেইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। মূলত "জি-মেইল" হলো ইমেইলের সার্বজনীন ধারণাটিকে বাস্তবে রূপদানকারী একটি নির্দিষ্ট সেবা। ইদানীং অনেকেরই জি-মেইল অ্যাকাউন্ট হারিয়ে যাচ্ছে বা হ্যাক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না, কিভাবে এই জি-মেইল সুরক্ষিত রাখতে হবে। বিশ্বজুড়ে জি-মেইলের ব্যবহার এখন সর্বত্রই। বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আদান প্রদান হয়ে থাকে এই মাধম্যে।
গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল অ্যাকাউন্টে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে আগে থেকেই কয়েকটি পদক্ষেপ নিতে হবে।
আপনার মেইল অন্য কেউ ব্যবহার করছে কি না, সেদকে খেয়াল রাখুন। আপনার অ্যানড্রয়েড ফোনের সেটিংসের গুগল অপশনে গিয়ে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট-এ ক্লিক করুন। এরপরেই স্ক্রিনে খুঁজে দেখুন সিকিউরিটি নামে একটি বিভাগ পাবেন।সেখানে স্ক্রল করলে একটি অপশন রয়েছে ইউর ডিভাইস, সেটি ক্লিক করে ম্যানেজ অল ডিভাইস অপশনে যান।
এখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। যদি এই তালিকায় এমন কোনো ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে সেই নামটায় ক্লিক করে সাইন আউট বাটনে ক্লিক করে সাইন আউট করে নিন।
সতর্কতা
আপনি নেই এমন জায়গা থেকে লগ ইন দেখালে, আপনি লেখেননি এমন মেইল বক্সে থাকলে, আপনি পড়েননি এমন মেইল ইতিমধ্যেই পড়া হয়ে গেলে বা হঠাৎ ট্র্যাশ বা স্প্যাম বক্সে প্রচুর মেইল জমতে থাকলে সতর্ক হোন। কোথাও রেজিস্ট্রেশন করেননি, কিন্তু সেখান থেকে মেইল এলেও সতর্ক হতে হবে। আপনার ফোন বা ল্যাপটপে লগইন রয়েছেন, তখনই যদি দেখেন অন্য কোথাও থেকে লগ ইন দেখাচ্ছে। এসব দেখলে তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সুরক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ
অচেনা ডিভাইস থেকে সাইন আউট করুন। নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। অচেনা বা অল্প পরিচিত কারো ফোনে, ল্যাপটপে নিজের মেইল অ্যাকাউন্ট লগ ইন করবেন না। অতিরিক্ত নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করুন।
এভাবেই আপনি আপনার জি-মেইল সুরক্ষিত রাখতে পারবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর